Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ভারতে চিকিৎসা নিতে গিয়ে পুড়ে মরল বাংলাদেশি নারী

Main Image

ভারতে চিকিৎসা করাতে যাওয়া ২৮ বাংলাদেশি ছিলেন ওই হোটেলে।


ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে সামিমাতুল আরস (৬০) নামে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।

ফ্রি স্কুল স্ট্রিটে রাহবার গেস্ট হাউজ নামে ওই হোটেলে শনিবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার।

আগুন লাগার পর এই বৃদ্ধাকে বের করা সম্ভবপর হয়নি। পরে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

আরেকটি সংবাদপত্র জানিয়েছে, ভারতে চিকিৎসা করাতে যাওয়া ২৮ বাংলাদেশি ছিলেন ওই হোটেলে।

মইনূল হক (৩৫) নামে এক বাংলাদেশিকে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলটির ১১টি ঘর পুড়ে যায়। অগ্নিনির্বাপক বাহিনী তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

হোটেলের এক কর্মী জানান, হোটেলের দোতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন