Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


দেশে প্রথমবারের মতো কৃত্রিম হার্ট প্রতিস্থাপন

Main Image

বুধবার রাতে সফলভাবে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়


দেশে প্রথমবারের মতো মানবদেহে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করেছে অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের একদল চিকিৎসক। বুধবার (২ মার্চ) রাতে সফলভাবে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর।

হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বৃহস্পতিবার (৩ মার্চ) ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী নারী রোগীর দেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। ওই রোগীর হার্ট ফেলিওর হয়েছিল। বর্তমানে রোগীর অবস্থা স্বাভাবিক আছে।

কৃত্রিম হার্ট ট্রান্সপ্যান্টের ফলে দেশের রোগীরা, বিশেষ করে বিভিন্ন জটিল রোগাক্রান্ত রোগীরা মাত্র ঘন্টা খানেকের এই পদ্ধতি মাধ্যমে হার্ট ফেলিওর নিরাময়ের সুযোগ পাবেন বলে জনিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ডা. জাহাঙ্গীর কবির সংবাদ সম্মেলনের মাধ্যমে অত্যাধুনিক এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

আরও পড়ুন