Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডব্লিউএফপি সভাপতি নির্বাচিত বাংলাদেশ

Main Image

বাংলাদেশ এখন থেকে করোনা পরিস্থিতি বিবেচনায় সংঘাত-পীড়িত দেশগুলোতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে


বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ৩৬ সদস্য বিশিষ্ট সংস্থার নির্বাহী বোর্ডে সর্বসম্মতিক্রমে ২০২২ সালের জন্য পদটিতে নির্বাচিত করা হয়।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমের এফএও, ইফাদ ও ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সভাপতি হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় এবং বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাত-পীড়িত দেশগুলোতে ডব্লিউএফপি’র সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত আহসান বিশ্বের বিপুল সংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপির ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোর এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন