Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


বিএসএমএমইউ শিক্ষকদের গবেষণা মঞ্জুরী প্রদান

Main Image

বিএসএমএমইউ শিক্ষকদের গবেষণা মঞ্জুরী প্রদান


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষকদের গবেষণা মঞ্জুরী প্রদান করা হয়েছে। এতে ২৫ জন শিক্ষককে এ মঞ্জুরী প্রদান করা হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালযের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের এ গবেষণা মঞ্জুরী করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মানুষের জন্য উপকারী মানসম্মত গবেষণা করুন, এক্ষেত্রে অর্থের সমস্যা হবে না। রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ে ভূমিকা রাখে এমন গবেষণায় নজর দিন।

গবেষণার মাধ্যমে নিত্যনতুন উদ্ভাবনকে রোগীদের কল্যাণে কাজে লাগানোরও তাগিদ দেন বিএসএমএমইউ উপাচার্য।

এসময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা.মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, উপ-রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন