Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা নিয়ন্ত্রণে প্রথম বাংলাদেশ

Main Image

টিকাদানের দিক থেকে বিশ্বের ২০০টি দেশের মধ্যে আমরা ১০ নম্বরে রয়েছি


করোনা মহামারী নিয়ন্ত্রণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএসের নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকদের নবীনবরণ অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৭ কোটির বিপরীতে করোনাভাইরাসে ২৬ হাজার (প্রকৃতপক্ষে ২৯ হাজার) মানুষের প্রাণহানি হয়েছে। জনসংখ্যার বিচারে মৃত্যুর এ সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলানায় অনেক কম। করোনা নিয়ন্ত্রণে এ সাফল্য চিকিৎসক-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীর।’

তিনি বলেন, ‘টিকাদানের দিক থেকে বিশ্বের ২০০টি দেশের মধ্যে আমরা ১০ নম্বরে রয়েছি। আর করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে আমরা রয়েছি শীর্ষে। শনিবার গণটিকা কার্যক্রমে ১ কোটি ২০ লাখ ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি ১২ লাখ প্রথম ডোজ দেওয়া হয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘এর মাধ্যমে ডব্লিউএইচওর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে আমরা ৩ শতাংশ বেশি মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছি।’

নবীন চিকিৎসকদের কর্মক্ষেত্রে শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আন্তরিকতার সাথে কাজ করলে সম্মান মর্যাদা বহুগুণ বেড়ে যাবে। চিকিৎসকদের মন হতে হবে উদার প্রকৃতির।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।

আরও পড়ুন