Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. সামিনার মৃত্যুতে বিএমএ’র শোক

Main Image

ডা. সামিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশন (বিএমএ)


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ডা. সামিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

বৃহস্পতিবার বিএমএ’র দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক শোকাবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা।

মঙ্গলবার রাত ৯টায় চট্টগ্রামের কাজীর দেউড়ী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রিকশাযাত্রী ডা. সামিনা।

তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. সামিনা আক্তার ইউএসটিসি চট্টগ্রামের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ইউএসটিসি চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিকেল অফিসার হিসেব কর্মরত ছিলেন।

আরও পড়ুন