Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫


শর্তসাপেক্ষে করোনার ওষুধ ‘প্যাক্সলোভিড’ অনুমোদন চীনের

Main Image

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ এই ওষুধের অনুমোদন দিয়েছে।


হালকা থেকে মাঝারি অসুস্থতা এবং গুরুতর অসুস্থতার উচ্চ ঝুঁকি রয়েছে এমন প্রাপ্তবয়স্কদের চিকিৎসার জন্য ফাইজারের কোভিড-১৯ ওষুধ ‘প্যাক্সলোভিড’ শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে চীন।

শনিবার চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন এই অনুমোদনের কথা জানায়।

তবে সংস্থাটি বলেছে, এই ওষুধ ব্যবহারে আরও গবেষণা জন্য এটি নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া দরকার।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ মার্কিন কোম্পানি ফাইজারের করোনার মুখে খাওয়ার ওষুধ ‘প্যাক্সলোভিড’ ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

গত ২০১৯ সালের শেষের দিকে চীন থেকেই প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। দেশটি এখন পর্যন্ত কোনো বিদেশি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়নি।

গবেষণার বরাত দিয়ে ফাইজার দাবি করেছে, যদি উপসর্গ দেখা দেওয়ার তিন দিনের মধ্যে ‘প্যাক্সলোভিড’ দেওয়া যায়, তাহলে হাসপাতালে ভর্তি অথবা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমে। আর পাঁচ দিনের মধ্যে দিলে এই ঝুঁকি কমে ৮৮ শতাংশের মতো।

কোম্পানিটি আরও দাবি করেছে, তাদের এই ওষুধ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধেও কাজ করে বলে ল্যাব গবেষণায় দেখা গেছে।

আরও পড়ুন