Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


করোনা সারার পরও এক তৃতীয়াংশের থাকে জটিলতা

Main Image

পয়ষট্টি ঊর্ধ্ব যেসব ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাদের প্রতি তিনজনের একজন জটিলতায় ভুগছেন


করোনা থেকে সেরে ওঠার পরও দীর্ঘদিন শারীরিক জটিলতায় ভোগেন অনেক বয়স্ক মানুষ। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় বলা হয়েছে, বয়স্ক প্রতি তিনজনের একজন ভোগেন করোনা-পরবর্তী শারীরিক জটিলতায়। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের জীবাণু গবেষণা সংস্থা অপটাম ল্যাবস এবং দেশটির হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ এ গবেষণা করেছে। ২০২০ সালে ১ লাখ ৩৩ হাজার ৩৬৬ বয়স্ক ব্যক্তির ওপর গবেষণা করেন বিজ্ঞানীরা।

এতে বলা হয়েছে, পয়ষট্টি ঊর্ধ্ব যেসব ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাদের প্রতি তিনজনের একজন হৃদপিণ্ড, কিডনি, ফুসফুস ও লিভার জটিলতায় ভুগছেন। অনেকের মানসিক স্বাস্থ্যেও সমস্যা দেখা যায়।

গবেষণা বলছে, করোনা থেকে সেরে ওঠার পর মাসের পর মাস শ্বাসকষ্ট, ক্লান্তি, উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন উপসর্গে ভুগছেন বয়স্করা। এমনকি উপসর্গ তীব্র হওয়ায় তাদের ৩২ শতাংশ হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন