Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


জনপ্রিয় হচ্ছে অভিনব মাস্ক

Main Image

যেহেতু প্রয়োজনে এ মাস্কের ভাঁজ খুলে মুখও ঢেকে নেওয়া যায়। তাই কিছুটা হলেও সুরক্ষা মিলছে


করোনার সংক্রমণ থেকে সুরক্ষা দেয় মাস্ক। টিকা আবিষ্কারের আগে পর্যন্ত মাস্কই ছিল একমাত্র ভরসা। ফলে এর ব্যবহার বেড়েছে ব্যাপক হারে।

মাস্ক নিত্য ব্যবহারের সাথে হালফ্যাশনের অন্যতম উপাদানে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়ার তৈরি এমনই একটি মাস্ক বিশ্বের নজর কেড়েছে। অবশ্য দেশটি এর নাম দিয়েছে ‘কোস্ক’।

দক্ষিণ কোরিয়ায় ‘কো’ শব্দের অর্থ নাক। এর সাথে মাস্কের মিল রেখে নাম দেওয়া হয়েছে কোস্ক। সাধারণত মাস্ক পরে খাবার খাওয়া যায় না। খেতে হলে মুখ থেকে সেটি সরিয়ে নিতে হয়। কিন্তু কোস্ক পরে শুধু নাক ঢেকে থাকায় স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করা যায়।

ইন্টারনেট জগতে কোস্কের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছেন, এটি শুধুই ফ্যাশন। কেউ বলছেন, নজর কাড়ার জন্য তৈরি হয়েছে এটি। এ মাস্ক পরলেও মুখ খোলা থাকছে, ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না বলে মত অনেকের।

কেউ কেউ বলছেন, যেহেতু প্রয়োজনে এ মাস্কের ভাঁজ খুলে মুখও ঢেকে নেওয়া যায়। তাই কিছুটা হলেও সুরক্ষা মিলছে। অভিনব এ ভাবনাকে স্বাগত জানিয়েছেন অনেকে।

আরও পড়ুন