Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিরুল হোসেনের ‍মৃত্যুতে বিএমএর শোক

Main Image

অধ্যাপক ডা. মো. আমিরুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ


স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. আমিরুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বিএমএর দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত শোক বার্তায় মো. আমিরুল হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিক ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

উল্লেখ্য, ডা. মো. আমিরুল হোসেন ২৮ জানুয়ারি (শুক্রবার) বাদ জুময়া তার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি ১৯৮৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।

ডা. আমিরুল ইসলাম, সবশেষ গাজীপুরের সিটি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর আগি তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশাল মেডিসিন ( নিপসম ) এর হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন।

মৃত্যুকালে তিনি পরিবার পরিজন , বন্ধু - স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন