Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


রাজশাহীতে সংক্রমণ ঠেকাতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ

Main Image

দেশে ওমিক্রন শনাক্তের পর আগের সব রেকর্ড ভেঙে বৃহস্পতিবার রাজশাহীতে একদিনে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮৪ শতাংশ।


রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক রূপ নিয়েছে। সংক্রমণের হার ৭৪ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে।

শনিবার থেকে রাত ৮টার পর দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জন্য শুক্রবার সন্ধ্যার পর নগরীতে পুলিশের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে। অবশ্য মাইকিংয়ে সন্ধ্যা ৭টার পর থেকেই দোকানপাট খোলা না রাখার জন্য বলা হয়েছে।  

রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার থেকে রাজশাহী শহরে দোকানপাট-ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণে রাখতে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সন্ধ্যা সাতটার পর দোকানপাট খোলার বিষয়ে মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে। এ ছাড়া মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

সন্ধ্যার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, রাজশাহীর সংক্রমণ অনেক বেশি হওয়ায় রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।

এদিকে রাজশাহীতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশে ওমিক্রন শনাক্তের পর আগের সব রেকর্ড ভেঙে বৃহস্পতিবার রাজশাহীতে একদিনে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮৪ শতাংশে।

আরও পড়ুন