Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


‘কমিউনিটি ক্লিনিকে আরও বিনিয়োগ প্রয়োজন’

Main Image

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান


সারা দেশে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিকে আরও বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

শুক্রবার (২৮ ডিসেম্বর) জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম পর্বে একথা জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় আমাদের নজর দিতে হবে। কমিউনিটি ক্লিনিকে আরও সুযোগ-সুবিধা বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘অসংক্রমক রোগ মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। স্বল্পআয়ের মানুষ বেশিরভাগ সময় চিকিৎসার বাইরে থেকে যায়। তাই এ রোগ নিয়ন্ত্রণে স্বল্পআয়ের মানুষদের ওপর নজর রাখতে হবে।’

এমএ মান্নান বলেন, ‘অসংক্রমক রোগ হলো নীরব ঘাতকের মতো মৃত্যুর দিকে নিয়ে যায়। উন্নত দেশে এ রোগের সাথে খাপ খাইয়ে চিকিৎসার যে সুযোগ রয়েছে, তা আমাদের নেই। সঠিকভাবে না জানায় মানুষের মাঝে ভীতি কাজ করে।’

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা রাশেদ-ই-মাহবুব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ  এবিএম মাকসুদুল আলম প্রমুখ।

গত ২৬ জানুয়ারি থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন হচ্ছে। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজক।

আরও পড়ুন