Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ওমিক্রনে নাক দিয়ে পানি ঝরে বেশি

Main Image

করোনার অন্যান্য উপসর্গের সঙ্গে ওমিক্রন ধরনে আক্রান্ত রোগীদের হাঁচি ও গলাব্যথা ৬০ এবং কাশি হচ্ছে ৪৪ শতাংশ রোগীর


করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্তদের মধ্যে শতকরা ৭৩ জনের নাক দিয়ে পানি ঝরে। আর ৬৮ শতাংশ রোগীর ক্ষেত্রে মাথাব্যথা এবং অবসাদ বা ক্লান্তি দেখা দিচ্ছে ৬৪ শতাংশের ক্ষেত্রে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যপক ডা. মো. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, করোনার অন্যান্য উপসর্গের সঙ্গে ওমিক্রন ধরনে আক্রান্ত রোগীদের হাঁচি ও গলাব্যথা ৬০ এবং কাশি হচ্ছে ৪৪ শতাংশ রোগীর। বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪ হাজার ৭৩৬ সাধারণ শয্যার মধ্যে খালি আছে ৩ হাজার ৪৫৫টি। আর ৭৭৮টি আইসিইউ শয্যার মধ্যে খালি রয়েছে ৬৩৯টি।

আরও পড়ুন