Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


সিএমসিতে ক্লাস চলবে অনলাইনে

Main Image

কলেজ কর্তৃপক্ষের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়


করোনা সংক্রমণ বাড়তে থাকায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে (সিএমসি)। তবে এ সময়ে অনলাইন ক্লাস চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় কলেজ কর্তৃপক্ষের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সকালে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার।

একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেবে।

বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে দ্রুততম সময়ে ফের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

আরও পড়ুন