Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


আরও ২ বছর হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. মীর জামাল

Main Image

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।


জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে (কোড নম্বর ৩৮২৩১) তার অবসরোত্তর ছুটি এবং তদ্‌সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২০২২ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকার পরিচালক কাম অধ্যাপক (কার্ডিওলজি) পদে নিয়োগ করা হলো।

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় বুধবার (১৯ জানুয়ারি) তার শেষ কর্মদিবস ছিল।

এর আগে ২০১৯ সালের ২৬ নভেম্বর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন