Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না: শিক্ষামন্ত্রী

Main Image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি


করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের ধারাতে সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৬ জানুয়ারি) সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (পিএটিসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সে কর্মসূচিতে ভাটা পড়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা পর্যালোচনা করছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সংক্রমণের খবর পাইনি।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরও এ ব্যাপারে নজর রাখছে। করোনাবিষয়ক কারিগরি পরামর্শক কমিটি রয়েছে, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি। এখনো ভাবছি না শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কথা। কারণ যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে, স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনে করোনা মোকাবিলা করতে হবে; সেটাই সিদ্ধান্ত। আমরা এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়ই, তখন আমরা সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন