Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


বৃহস্পতিবার ১১ দফা বাস্তবায়নে কাজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী

Main Image

আগামীকাল ১১ দফা বাস্তবায়নে কাজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী


করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল (বৃহস্পতিবার) ১৩ জানুয়ারি থেকে বিধিনিষেধের ১১ দফা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১২ জানুয়ারি) মহাখালীর বিসিপিএসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

এর আগে সোমবার (১০ জানুয়ারি) ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নতুন ধরন ওমিক্রণের সংক্রমণ সামনের দিনগুলোতে মারাত্মক আকার ধারণ করবে। ফলে ঢেউ সামাল দিতে নতুন করে ২০ হাজার শয্যা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত সব গবেষণা বলছে, ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যুহার কম। এজন্য আমরা টিকাদানে জোর দিচ্ছি।

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে ৬৮ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। বাকিদের টিকাদানে কার্যক্রম বাড়ানো হয়েছে।’

আরও পড়ুন