Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


‘মাস্ক পরতে বললেও কেউ কর্ণপাত করেনি’

Main Image

সংক্রমণ এভাবে বাড়তে থাকলে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে


করোনার সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘আমরা আগেই বলেছিলাম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে। কিন্তু কেউ এসব বিষয়ে কর্ণপাত করেনি।’

রোববার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের আট বিভাগীয় শহরে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা গণজমায়েত কমাতে, সামাজিক অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে করতে বলেছি। আফসোসের বিষয়, কেউ এসব বিষয়ে কর্ণপাত করেনি। ফলে দেশে সংক্রমণের হার বাড়ছে। হাসপাতালে রোগীও বাড়ছে।’

জাহিদ মালেক বলেন, ‘শনিবারও দেশে সংক্রমণের হার ৬ শতাংশের কাছাকাছি ছিল। সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারিভাবে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধির বিষয়ে আজকালের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে।’

তিনি বলেন, ‘আমরা যতই নির্দেশনা পাঠাই না কেন, জনগণের ওপর তার কার্যকরিতা নির্ভর করবে। কাজেই সবাইকে সচেতন হতে হবে। বয়স্কদের পাশাপাশি শিশুরাও সংক্রমিত হচ্ছে। সংক্রমণ মোকাবিলায় আমাদের দায়িত্বশীল হতে হবে। অন্যথায় সংক্রমণ এভাবে বাড়তে থাকলে আমাদের কঠোর ভূমিকা নিতে হবে।’

আরও পড়ুন