Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


টিকায় সন্দিহান এমপির করোনাতেই মৃত্যু

Main Image

এভার নিজে করোনার টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়


ফ্রান্সে করোনা নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের বিরোধিতাকারী, টিকা নিয়ে সন্দিহান কট্টর ডানপন্থি একটি দলের আইনপ্রণেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী এমপি জোসে এভারের মৃত্যুর খবর জানিয়েছেন। খবর রয়টার্সের।

ফ্রান্সের পার্লামেন্টে দুবু লা ফঁস দলের প্রতিনিধিত্বকারী তিন আইনপ্রণেতার একজন ছিলেন জোসে এভার। তার স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন, সেই সঙ্গে তার সহকর্মী ও সহযোগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিশাখঁ ফেরন।

এভার নিজে করোনার টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভরতদের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তার দলের প্রতিষ্ঠাতা নিকোলা দুপঁয়েনিয়া ফ্রান্সের সবচেয়ে সুপরিচিত টিকাদানবিরোধী কর্মী।

গত বছরের অক্টোবরে ফ্রান্সের পার্লামেন্টে করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে কমিটি গঠনের দাবি জানিয়ে যে প্রস্তাব আনা হয়েছিল, তাতে স্বাক্ষরকারীদের মধ্যেও এভার ছিলেন।

আরও পড়ুন