Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ওমিক্রন ঠেকাতে ৪ পরামর্শ সিডিসি’র

Main Image

করোনার টিকাকে নিরাপদ জানিয়ে সিডিসি বলছে, এটি গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু এড়াতে সাহায্য করে।


ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে আমেরিকা ও ইউরোপে বর্তমানে রীতিমতো করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সুনামি বয়ে যাচ্ছে। কেবল গত তিন দিনেই ৮০ লাখের মতো নতুন রোগী শনাক্ত হয়েছে বিশ্বে।

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, দেশটিতে দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ, সার্বিক ‘কমিউনিটি ট্রান্সমিশন’ রয়েছে উচ্চপর্যায়ে।

এক সপ্তাহে দৈনিক সংক্রমণ ছিল গড়ে ৫ লাখ ৮৬ হাজারের বেশি যা আগের সপ্তাহ থেকে ৮৫.৭০ শতাংশ বেড়েছে।

অথচ ২০২১ সালের জানুয়ারিতে সাপ্তাহিক সর্বোচ্চ দৈনিক সংক্রমণের গড় ছিল আড়াই লাখের বেশি।

করোনার টিকাকে নিরাপদ জানিয়ে সিডিসি বলছে, এটি গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু এড়াতে সাহায্য করে।

পাঁচ বছরের বেশি বয়সী সবাই করোনার টিকা নিতে পারবে এবং ১২ বছরের বেশি বয়সী সবাই বুস্টার টিকা নিতে পারবে।

ওমিক্রন ঠেকাতে ৪ পরামর্শ

১. টিকা নিন

২. বয়স ও সময় হলে বুস্টার নিন

৩. ইনডোর জনসমাগমে মাস্ক পরিধান করুন

৪. পরিবারের সদস্য ও সহকর্মী নয় এমন কারও সঙ্গে সাক্ষাতের আগে নিজের করোনা পরীক্ষা করে নিন

আরও পড়ুন