Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সব ধরনের জমায়েত বন্ধের সুপারিশ জাতীয় কমিটির

Main Image

সংক্রমণ ঠেকাতে সরকারের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সুপারিশ করা হয়েছে।


করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জমায়েত বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

একই সঙ্গে সামাজিক দূরত্ব নিশ্চিত করারও পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় কমিটির ৫০তম সভায়।

সংক্রমণ ঠেকাতে সরকারের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সুপারিশ করা হয়েছে শুক্রবার রাতে জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, পাশের দেশ ভারতসহ সারাবিশ্বে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও সংক্রমণ আবার বৃদ্ধি পেতে পারে বলে কমিটি আশঙ্কা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রয়োজনে কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করতে আইনি ব্যবস্থা, যেমন মোবাইল কোর্ট পরিচালনার পরামর্শ দিয়েছে কমিটি।’

‘এছাড়া শতভাগ সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে’ পরামর্শ জাতীয় কমিটির।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামাজিক দূরত্ব নিশ্চিতের উদ্দেশ্যে সকল সামাজিক (বিয়ের অনুষ্ঠান, মেলা), ধর্মীয় (ওয়াজ মাহ্ফিল) ও রাজনৈতিক সমাবেশ এই সময় বন্ধ করতে হবে।’

এছাড়া সভা বা কর্মশালার ব্যবস্থা অনলাইনে করা, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থবিধি নিশ্চিত করা, শিক্ষার্থীসহ সকলকে দ্রুত টিকার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতীয় কমিটি।

ওমিক্রনের দাপটে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ সুনামি চলছে। বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে ২০ জনের শরীরে এ ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। এদিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবার ১১শ’ ছাড়িয়ে গেছে।

এর আগে গত মঙ্গলবার সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ১৫ দফা নির্দেশনায়ও সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমে নিরুৎসাহিত করার কথা বলা হয়েছিল।

আরও পড়ুন