Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চট্টগ্রাম মেডিকেলে কিডনি ডায়ালাইসিস বন্ধ

Main Image

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল


তহবিল সংকট ও কাঁচামালের অভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিস বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) চমেক হাসপাতালের এক নোটিসে এ বিষয়টি জানানো হয়েছে।

নোটিসে বলা হয়, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে পরবর্তী নোটিশ না দেওয়া ৫ জানুয়ারি (বুধবার) থেকে ডায়ালাইসিস সেবা স্থগিত থাকবে। সে মোতাবেক, রোগীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো। পরবর্তীতে এ সংক্রান্ত কোন দায় সেন্ডর কর্তৃপক্ষ বহন করবে না।’

‘প্রসঙ্গত, ২০২০ এবং ২০২১ সালের প্রদত্ত সেবার বিপরীত কর্তৃপক্ষের নিকট সর্বমোট বকেয়া এতটা বেশি যে, তহবিল সংকট ও কাঁচামালের অভাবে এ জরুরি সেবা কোনভাবেই চলমান রাখা সম্ভব হচ্ছে না’, বলা হয় নোটিসে।

আরও পড়ুন