Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


প্লাস্টিক সার্জারির দুই চিকিৎসকের পদায়ন

Main Image

প্লাস্টিক সার্জারির দুই চিকিৎসকের পদায়ন


আলাদা দুই মেডিকেলে কর্মরত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের দুই চিকিৎসককে পদায়ন করেছে স্থাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের দুই কর্মকর্তাকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

এ দুই চিকিৎসক হলেন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ডা. মো. মারুফুল ইসলাম।

‘রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন