Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউতে লিভার ট্রান্সপ্লান্টের নির্দেশনা ভিসির

Main Image

বিএসএমএমইউতে যত দ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট শুরু করার নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার ট্রান্সপ্লান্ট শুরু করার নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সব অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানদের সাথে মতবিনিময়ে এ নির্দেশনা দেন তিনি।

লিভার ট্রান্সপ্লান্ট ছাড়াও উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইনস্টিটিউশনাল প্রাকটিস, অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন, পরীক্ষার জন্য হল, অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি, সেন্ট্রাল অ্যালামনাই গঠন, রেসিডেন্সি প্রোগ্রাম জোরদার, চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা, উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন।

মতবিনিময়ে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন