Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ওমিক্রন ঠেকাবে জনসনের বুস্টার ডোজ

Main Image

জনসনের টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর ওমিক্রনের বিরুদ্ধে


জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত টিকার বুস্টার ডোজ করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর। দক্ষিণ আফ্রিকায় চালানো একটি গবেষণার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

দক্ষিণ আফ্রিকার সরকার এ সংক্রান্ত একটি গবেষণা বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, জনসনের টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর ওমিক্রনের বিরুদ্ধে।

এজন্য দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল ৬৯ হাজার স্বাস্থ্য কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এই কর্মীরা জনসনের তৈরি টিকা নিয়েছিলেন। এক ডোজের এই টিকার বুস্টার ডোজও দেওয়া হয়েছে ওই স্বাস্থ্য কর্মীদের। এরপর তাদের সঙ্গে তুলনা করা হয়েছে যারা টিকা নেননি এমন ব্যক্তিদের।

গত ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ গবেষণা চালানো হয়েছে। যদিও জনসনের টিকা নিয়ে বেশকিছু ঝুঁকির কথা আগে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন