Advertisement
Doctor TV

রবিবার, ২৭ জুলাই, ২০২৫


দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত কাউকে অক্সিজেন দিতে হয়নি

Main Image

ভারতে এখন পর্যন্ত ৭৮১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৩৮ জনই দিল্লির


ভারতের রাজধানী নয়াদিল্লিতে করোনার ওমিক্রন ধরনে সংক্রমিত কোনো রোগীকে এখন পর্যন্ত অক্সিজেন দিতে হয়নি। বুধবার (২৯ ডিসেম্বর) দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন এ তথ্য জানান বলে খবর দিয়েছে এনডিটিভি।

সত্যেন্দর জৈন বলেন, দিল্লিতে গত ২৮ ডিসেম্বর নতুন করে ৪৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্ত ১ শতাংশের মতো। আন্তর্জাতিক ফ্লাইট আসার কারণে সংক্রমণ বেড়েছে। তবে ওমিক্রনে সংক্রমিত কোনো রোগীকে এখন পর্যন্ত অক্সিজেন দিতে হয়নি।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, যেসব মানুষ বাইরের বিভিন্ন দেশ থেকে ফিরেছেন, মূলত তাদের পরিবারের সদস্যরাই ওমিক্রনে সংক্রমিত হচ্ছেন। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে।

ভারতে ওমিক্রন শনাক্তের দিক দিয়ে দিল্লি শীর্ষে। ভারতে এখন পর্যন্ত ৭৮১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৩৮ জনই দিল্লির। দিল্লি সরকারের স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, সেখানে ওমিক্রনে সংক্রমিত ২৩৮ রোগীর মধ্যে ৫৭ জন ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

আরও পড়ুন