Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বাড়ছে ওমিক্রনে শনাক্ত, দিল্লিতে কারফিউ

Main Image

দিল্লিতে বেসরকারি ৫০ শতাংশ প্রতিষ্ঠানের অফিস চালু থাকবে। জোড়-বিজোড় ভিত্তিতে শপিংমল এবং দোকান-পাট খোলা থাকবে


মহামারীর ঝুঁকি আরেক দফা বাড়িয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এ ধরনের উল্লম্ফন দেখা গেছে ভারতেও।

দেশটির রাজধানী নয়াদিল্লিতে দুই সপ্তাহ আগের তুলনায় সংক্রমণ ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় রাতে কারফিউসহ নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এনডিটিভি বলছে, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে নতুন বিধিনিষেধের ঘোষণা দেওয়া হয়েছে। রাজ্য সরকার বলেছে, এসব বিধিনিষেধ অবিলম্বে কার্যকর হবে।

করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় রাজধানীতে মঙ্গলবার থেকে ‘হলুদ সতর্কতা’র অংশ হিসেবে নতুন বিধিনিষেধ কার্যকর হবে।

রাজ্য সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, দিল্লিতে বেসরকারি ৫০ শতাংশ প্রতিষ্ঠানের অফিস চালু থাকবে। জোড়-বিজোড় ভিত্তিতে শপিংমল এবং দোকান-পাট খোলা থাকবে। এছাড়া কোনো বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ২০ জন উপস্থিত থাকতে পারবেন।

শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠক শেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দুদিন ধরে আমাদের শনাক্ত শূন্য দশমিক ৫ শতাংশের উপরে। এজন্যই আমরা হলুদ সতর্কতা জারি করেছি। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিগগিরই বাস্তবান করা হবে।’

আরও পড়ুন