Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


করোনায় আক্রান্ত টিকা নেওয়া সৌরভ

Main Image

এ নিয়ে চলতি বছর গাঙ্গুলীকে তিনবার হাসপাতালে নেওয়া হলো


ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম দাবি করছে, করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন গাঙ্গুলী। হালকা উপসর্গ থাকায় কোনো ঝুঁকি না নিয়ে তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর গাঙ্গুলীকে তিনবার হাসপাতালে নেওয়া হলো। জানুয়ারিতে অ্যানজিওপ্লাস্টি করার তিন সপ্তাহের মধ্যে আবার বুকে ব্যথা অনুভব করেন ৪৯ বছর বয়সী সাবেক এই অধিনায়ক। দ্বিতীয় দফা অ্যানজিওপ্লাস্টি করে দুটি স্টেন্টও বসানো হয়।

মার্চেই অবশ্য পূর্ণোদ্যমে কাজে ফিরেছেন গাঙ্গুলী। দুই দফা করোনার টিকাও নিয়েছেন। কিন্তু বছরের শেষ দিকে এসে আবার তাকে হাসপাতালে যেতে হলো করোনায় আক্রান্ত হয়ে।

আরও পড়ুন