Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


মারা গেছেন ডা. মশিউর রহমান

Main Image

ডা. মশিউর রহমান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন


ক্যানসার বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান মোস্তাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (২৪ ডিসেম্বর) মারা যান।

ডা. মশিউর রহমান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন মশিউর রহমান। তিনি ১৯৮৮-৮৯ সালে চমেকের নির্বাচিত ভিপি ছিলেন। ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন।

মশিউর রহমান মোস্তাকের ভাগ্নে শরিফুল হাসান নিজের ফেসবুকে লিখেছেন, আমার খুব পছন্দের মানুষদের একজন আমার মামা ক্যানসার স্পেশালিস্ট ডা. মশিউর রহমান মোস্তাক আর নেই। দিল্লির একটি হাসপাতালে গতরাতে মারা গেছেন। কর্মজীবনে মামা জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। সিএমসির ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন। প্রগতিশীল রাজনীতির চর্চা করতেন। এরশাদ পতনের উত্তাল সময়ে চমেকের ছাত্র ইউনিয়নের প্যানেল থেকে নির্বাচিত ভিপি ছিলেন মামা।

তিনি আরও লেখেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও পিএইচডিরত এক ছোট ভাইসহ সবার সহায়তায় মামার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মরদেহ দেশে এলে সব প্রক্রিয়া শেষে ফরিদপুরে তার মরদেহ নেওয়া হবে।

আরও পড়ুন