Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


দগ্ধ যাত্রীদের চিকিৎসায় বরিশাল যাচ্ছে ৫০ সদস্যের মেডিকেল টিম

Main Image

দগ্ধ যাত্রীদের চিকিৎসায় বরিশাল যাচ্ছে ৫০ সদস্যের মেডিকেল টিম


ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ যাত্রীদের চিকিৎসা দিতে ঢাকা থেকে ৫০ সদস্যের একটি মেডিকেল টিম বরিশালে যাচ্ছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন দগ্ধ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। মৃত ও আহত ব্যক্তিরা বরগুনা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে আজ সকাল থেকেই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাঁরা দগ্ধ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল মেডিকেলে পাঠাচ্ছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক সাইফুল ইসলাম বলেন, গুরুতর রোগীদের ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। অন্যান্য রোগীদের সামর্থ্য অনুযায়ী তাঁরা চিকিৎসা দেওয়া অব্যাহত রেখেছেন। হাসপাতালে সব চিকিৎসক ও নার্সকে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য জরুরিভাবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন