Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


জাপানের দেওয়া আরও ৭ লাখ টিকা ঢাকায়

Main Image

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানান, বাংলাদেশকে এখন পর্যন্ত তারা ৪৫ লাখ টিকা দিয়েছে।


জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৪ হাজার ৯১০ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। কোভ্যাক্সের আওতায় এটি জাপানের দেওয়া ১৫ লাখ টিকার দ্বিতীয় চালান।

টোকিওর বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে ৭ লাখ ৪ হাজার ৯১০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছায়। আগের দিন সোমবার সন্ধ্যায় এসব টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা করে।

প্রথম দফায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার পর চলতি মাসে আরও ১৫ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। ১৫ লাখ টিকার মধ্যে প্রথম চালানে ৭ লাখ ৮৮ হাজার ২০০ ডোজ দেশে আসে গত ১৪ ডিসেম্বর।

গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশ সরকারের কাছে এসব টিকা হস্তান্তর করেন। সেদিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে এখন পর্যন্ত তারা ৪৫ লাখ টিকা দিয়েছে।

আরও পড়ুন