Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫


বিএসএমএমইউতে ফ্যাটি লিভার বিষয়ক সেমিনার

Main Image

বিএসএমএমইউতে ফ্যাটি লিভার বিষয়ক সেমিনার


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল (বিএসএমএমইউ) বিশ্ববিদ্যালয়ে ফ্যাটি লিভারের উপর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সেমিনার সাব-কমিটি আয়োজন করে। সেমিনারে ফ্যাটি লিভারের কারণ, চিকিৎসা এবং ফ্যাটি লিভার জনিত সিরোসিস ও লিভার ক্যান্সারের চিকিৎসায় নানারকম আধুনিক ইন্টারভেনশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সহায়তা ও কার্যকরী উদ্যোগের ফলে ফ্যাটি লিভারসহ লিভারের সব ধরনের রোগের সর্বাধুনিক চিকিৎসা লিভার বিভাগে রয়েছে। দেশের কোনো রোগীকে চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে যেতে না হয় তা নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) তার ডিভিশনে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, প্লাজমা এক্সচেঞ্জ, লিভার ডায়ালায়সিস, হেপাটিক ভেনাস প্রেশার মাপা, রেডিওফ্রিকোয়েন্সি এবলেশন, ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশনসহ বিশ্বমানের যে সব আধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টি হয়েছে সে বিষয়ে সেমিনারে বিস্তারিতভাবে তুলে ধরেন।

সেমিনারে বিএসএমএমইউ’র হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মোহাম্মদ নূর-ই-আলম (ডিউ) এবং প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৌমিত্র চক্রবর্তী বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করেন।

আরও পড়ুন