Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ওমিক্রন রোধে কঠোর লকডাউনে নেদারল্যান্ডস

Main Image

ওমিক্রন রোধে কঠোর লকডাউন নেদারল্যান্ডসে


করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় নেদারল্যান্ডসে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রয়োজনীয় দোকান, স্কুল, বার, রেস্তোরাঁ এবং অন্যান্য পাবলিক ভেন্যুগুলো কমপক্ষে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে।

নেদার‌ল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, এই বিধিনিষেধ সবার জন্য ‘বাধ্যতামূলক’।

এটি এখন পর্যন্ত ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে ঘোষিত সবচেয়ে কঠোর বিধিনিষেধ। ইউরোপের দেশগুলোতে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ বিধিনিষেধ কঠোর করতে শুরু করেছে।

নেদারল্যান্ডে নতুন নিয়ম রোববার থেকে কার্যকর হবে। দেশটির সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে একটি বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি আমাদের সব নাগরিক বিষয়টি বুঝতে পারবেন। নেদারল্যান্ডস আবার লকডাউন হয়ে যাচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিসমাস এবং নববর্ষের মধ্যে ওমিক্রন নেদারল্যান্ডসের প্রভাবশালী ধরন হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন