Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


প্রথমে স্বাস্থ্যকর্মীরা বুস্টার ডোজ পাবেন

Main Image

প্রাথমিক পর্যায়ে আমরা স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা সক্ষম, তাদের বুস্টার ডোজ দেব। পরবর্তী পর্যায়ে বয়স্কদের অন্তর্ভুক্ত করব


আগামীকাল রবিবার (১৯ ডিসেম্বর) প্রাথমিক ট্রায়াল হিসেবে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। পরে বয়স্কদের দেওয়া হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে যুক্ত হয়ে এ কথা জানিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে খুব বড় পরিসরে বুস্টার ডোজ দেওয়া হবে না। যেকোনো টিকার ক্ষেত্রেই আমরা শুরুতে সতর্কতামূলক কিছু জনগোষ্ঠীকে দেই। কিছুদিন পর্যবেক্ষণের পর বড় পরিসরে দেই। বুস্টার ডোজের ক্ষেত্রেও এটি অনুসরণ করা হবে।’

মঈনুল আহসান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমরা স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা সক্ষম, তাদের বুস্টার ডোজ দেব। পরবর্তী পর্যায়ে বয়স্কদের অন্তর্ভুক্ত করব। বয়স্কদের ক্ষেত্রে কোমরবিড কন্ডিশন বিবেচনায় রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় আগে থেকেই বুস্টার ডোজ নিয়ে আমরা কাজ করছিলাম। আগামীকাল এ কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। টিকার যে সরবরাহ রয়েছে, তাতে কোনো সমস্যা হবে না।’

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ট্রায়ালে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম রবিবার থেকে শুরু হবে।

আরও পড়ুন