Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিজয় দিবসে বিএসএমএমইউয়ে নানা আয়োজন

Main Image

মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি


স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সকাল ৬টা ৩০ মিনিটে বি ব্লকের জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, পরবর্তীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় বি ব্লকে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদাতাদের বিনামূল্যে হেপাটাইটিস বি, সি, ম্যালেরিয়া, এইচআইভি, সিফিলিস রোগের স্ক্রিনিং টেস্ট করাসহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন, মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে বিএসএমএমইউ।

এছাড়াও রয়েছে সংস্কার পরবর্তী শিশু দিবা যত্ন কেন্দ্রের উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ পাঠে অংশগ্রহণের আয়োজন।

এসব অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধানবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

আরও পড়ুন