Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


জাতিসংঘ মহাসচিব আইসোলেশনে

Main Image

করোনা টিকার উভয় ডোজ আগেই নিয়েছিলেন গুতেরেস। কয়েকদিন আগে টিকার বুস্টার ডোজও নিয়েছেন


জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সংস্পর্শে আসা এক কর্মকর্তা করোনা পজিটিভ হয়েছেন। এরপর তিনি আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে গুতেরেস আইসোলেশনে আছেন বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আইসোলেশনে থাকায় আগামী কয়েকদিনের নির্ধারিত বৈঠক ও কর্মসূচি বাতিল করেছেন জাতিসংঘ মহাসচিব।

বুধবার (৮ ডিসেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ প্রেস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গুতেরেসের। এ ছাড়া বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার।

আন্তেনিও গুতেরেসের শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তবে তিনি জানান, করোনা টিকার উভয় ডোজ আগেই নিয়েছিলেন গুতেরেস। কয়েকদিন আগে টিকার বুস্টার ডোজও নিয়েছেন।

আরও পড়ুন