Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউ-প্লানেটারি হেলথ একাডেমিয়ার সমঝোতা স্বাক্ষর

Main Image

বিএসএমএমইউ-প্লানেটারি হেলথ একাডেমিয়ার সমঝোতা স্বাক্ষর


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে প্লানেটারি হেলথ একাডেমিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

এতে গ্যাস্ট্রোএন্টারোলজি ও কলোরেক্টাল সার্জারি চিকিৎসায় ও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জসহ উন্নত প্রশিক্ষণের নবদিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার আরও উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিএসএমএমইউ’র পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং প্লানেটারি হেলথ একাডেমিয়ার পক্ষে স্বাক্ষর করেন বিশ্বের প্রখ্যাত গ্যাস্টোএন্ট্রারোলজিস্ট ফ্লোরিডা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ডা. বাশার আতিকুজ্জামান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, কলোরেক্টাল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাহাদাত হোসেন সেখ, গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগের অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন