Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউতে ম্যালনিউট্রিশন ক্লিনিক চালু

Main Image

বিএসএমএমইউতে ম্যালনিউট্রিশন ক্লিনিক চালু


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ম্যালনিউট্রিশন ক্লিনিকের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিএসএমএমইউ’র পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগে এ ক্লিনিকের উদ্বোধন করা হয়।

উপাচার্য শিশুদের লিভার, পরিপাকতন্ত্র ও নিউট্রিশন বিষয়ে উন্নত চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করেন। এসময় তিনি শিশু এন্ডোস্কপি রুম ও শিশু গ্যাস্ট্রো ওয়ার্ড পরিদর্শন করেন।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। ইআরসিপি এর জন্য ব্যবহৃত মেশিনপত্র ক্রয়ের জন্য আশ্বাসও দেন। তিনি পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজী এন্ড নিউট্রিশন বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন দায়িত্বগ্রহণের পর বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে গতি সঞ্চার এবং কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। প্রতিটি বিভাগে নতুন নতুন ইউনিট চালু হচ্ছে। রোগীদের সুবিধার্থে এবং চিকিৎসাসেবা ও শিক্ষার উন্নয়নে এবং গবেষণার প্রসারে নতুন করে যা যা করা সম্ভব তা বাস্তবায়নের উদ্যোগ নিলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে।

উপাচার্য বলেন, বিএসএমএমইউ স্বল্প মূল্যে উন্নতমানের অনেক পরীক্ষা করা হচ্ছে। রোগীদের সুবিধার্থে চিকিৎসাসেবার সাথে সংশ্লিষ্ট দেশ-বিদেশের সব পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা করা হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রোকুনুজ্জামান প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন