Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


করোনার নতুন ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য

Main Image

ল্যাব বিশ্লেষণে দেখা গেছে অ্যান্টিবডিভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত এই ওষুধ করোনার নতুন ধরন ওমিক্রনের বিপক্ষে কাজ করে।


গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ও ভিরের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) ওষুধ (অ্যান্টিবডি ড্রাগ) অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার সোট্রোভিম্যাব যা জেভুডি পরিচিত ওষুধটি ব্যবহারের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)।

রয়টার্স জানায়, এটি সেসব মানুষের জন্য প্রযোজ্য, যারা মৃদু থেকে মাঝারি ধরনের কভিড-১৯ আক্রান্ত, গুরুতর অসুস্থ রোগী। লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব জেভুডি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জিএসকে দাবি করেছে, ল্যাব বিশ্লেষণে দেখা গেছে অ্যান্টিবডিভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত এই ওষুধ করোনার নতুন ধরন ওমিক্রনের বিপক্ষে কাজ করে।

এক বিবৃতিতে তারা জানায়, ল্যাব টেস্ট এবং গবেষণায় ইঁদুর জাতীয় প্রাণির ওপর প্রয়োগে দেখা গেছে ওমিক্রন ভাইরাসের মিউটেশনের ক্ষেত্রে অ্যান্টিবডিগুলো কাজ করছে।

তবে এতে জানানো হয়, বিষয়টি নিশ্চিত হতে সব ধরনের ওমিক্রনের মিউটেশনের ওপর পরীক্ষা-নিরীক্ষার কাজ এখনো চলমান। আশা করা হচ্ছে, বছরের শেষ নাগাদ এ বিষয়ে পুরো জানা যাবে।

আরও পড়ুন