Ad
Advertisement
Doctor TV

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫


দেশে প্রথম থ্যালাসেমিয়া রোগীর দেহে অস্থিমজ্জার সফল প্রতিস্থাপন

Main Image


বাংলাদেশে প্রথম থ্যালাসেমিয়া রোগীর দেহে অস্থিমজ্জা সফল প্রতিস্থাপন করা হয়েছে। কর্নেল ডা. শরমিন আরা ফেরদৌসির নেতৃত্বে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়।

বুধবার (১ ডিসেম্বর) কর্নেল ডা. শরমিন আরা ফেরদৌসি নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি লিখেছেন, বাংলাদেশে প্রথমবার শিশু থ্যালাসেমিয়া রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপনের ভেতর দিয়ে চিকিৎসা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ায় মহান আল্লাহর কাছে আমার টিম কৃতজ্ঞ। দেশে এই প্রথম শিশু রোগীর অস্থিমজ্জায় অন্য সুস্থ ব্যক্তির অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হলো। একে অ্যালোজেনিক অস্থিমজ্জা প্রতিস্থাপন বলা হয়।

এর ফলে রোগী সারা জীবন মাসে মাসে শরীরে রক্ত নেওয়া থেকে মুক্তি পেয়ে সুস্থ জীবন যাপন করতে পারবে। বাবা-মা, কর্তৃপক্ষ তার টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ প্রকাশ করেন কর্নেল ডা. শরমিন আরা ফেরদৌসি।

আরও পড়ুন