তিন শর্তে বরিশাল ইউনানী মেডিকেলের অনুমোদন
নিজস্ব জমিতে কার্যক্রম স্থানান্তরসহ তিন শর্তে বরিশাল ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপ-সচিব রবিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘গত (৮ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ/আইএইচটি/ম্যটস প্রতিষ্ঠা, আসন সংখ্যা বৃদ্ধি, নবায়ন ও কোর্স অনুমোদন ইত্যাদি সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী দুই বছরের মধ্যে আবশ্যিকভাবে নিজস্ব জমিতে কার্যক্রম স্থানান্তর, বহির্বিভাগীয় চিকিৎসা কার্যক্রম এবং পূর্ণাঙ্গ ঔষধী বাগান প্রতিষ্ঠা করার শর্তে বেসরকারি বরিশাল ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশালের অনুমোদন প্রদান করা হলো।’
এর অনুলিপিটি সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন