৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি, স্বাস্থ্যে ৮৬০ নিয়োগ
সরকারি চাকরিতে নিয়োগে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্ম-সচিব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘২৫টি ক্যাডারে ১ হাজার ৭১০ পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্যে থাকছে ১২৫ নিয়োগ। এদের মধ্যে ১০০ জন সহকারী সার্জন এবং ২৫ জন সহকারী ডেন্টাল সার্জন।
এছাড়াও বিজ্ঞপ্তিতে পরিবার পরিকল্পনায় ২৭টি নিয়োগ থাকছে বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন