Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫


বাংলাদেশকে ২০ লাখ টিকা ফ্রান্সের, সুইডেন দেবে ৫ লাখ ৩০ হাজার

Main Image

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মেরিন সু পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে টিকা হস্তান্তর করেন।


বাংলাদেশকে দেওয়া করোনাভাইরাসের (কোভিড-১৯) ২০ লাখ ৬ হাজার ৪০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা হস্তান্তর করেছে ফ্রান্স।

এদিকে সুইডেনও অ্যাস্ট্রাজেনেকার ৫ লাখ ৩০ হাজার ২০০ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মেরিন সু পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে টিকা হস্তান্তর করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্স আমাদের ২০ লাখ ৬ হাজার ৪০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে। আমি খবর পেয়েছি সুইডেনও বাংলাদেশকে ৫ লাখ ৩০ হাজার ২০০ ডোজ টিকা দেবে।

এসময় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সরকারের প্রস্তুতির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি না দক্ষিণ আফ্রিকা থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করুক।

তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন যেসব দেশে পাওয়া গেছে সেখান থেকে কাউকে দেশে প্রবেশ না করার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া এসব দেশ থেকে এলে অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরও পড়ুন