Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫


একসঙ্গে ৪ কন্যার জন্ম দিলেন নাটোরের লাভলি

Main Image

একসঙ্গে ৪ কন্যার জন্ম দিলেন নাটোরের লাভলি


নাটোরের বড়াইগ্রামে এক সঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন লাভলি খাতুন (২৮) নামে এক নারী। বুধবার (২৪ নভেম্বর) স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ৪ শিশুর জন্ম হয়।

লাভলি খাতুন বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া এলাকার লিটন উদ্দিনের স্ত্রী।

লিটন মিয়া জানান, বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলীকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে সিজারের মাধ্যমে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম হয়।

চার কন্যাসন্তানের মধ্যে ৩টি সন্তান সুস্থ ও একটি মৃত সন্তান জন্মগ্রহণ করে। মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না।

লাভলী খাতুন বলেন, আমি অনেক খুশি তবে আমরা অস্বচ্ছল। বাচ্চাদের লালন-পালন করতে আমাদের অনেক কষ্ট হবে। কেউ সহযোগিতা করলে খুব উপকার হবে। তবে মৃত সন্তানটির জন্য খুব খারাপ লাগছে।

আমিনা হাসপাতালের চিকিৎসক আনসারুল হক জানান, মা ও সন্তানেরা সুস্থ আছেন।

লাভলি এবং দিনমজুর কৃষক লিটনের ঘরে আরও একজন ছেলে সন্তান এবং একজন কন্যাসন্তান রয়েছে। স্বামী লিটন একজন দিনমজুর কৃষক।

আরও পড়ুন