Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গোপালগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Main Image

গোপালগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধবে মেডিকেল কলেজে নিরাপদ ক্যাম্পাসের দাবি করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এর আগে গত ২১ নভেম্বর মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভেতরের মাঠে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ক্রিকেট খেলতে থাকেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিরুদ্ধে মেডিকেলের মেয়েদের উত্যক্ত করার অভিযোগ ওঠে। এসবের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের ভেতরে খেলাধুলায় বাধা দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মেডিকেলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় শিক্ষক, পুলিশ ও সাংবাদিকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ও ৩ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়।

আরও পড়ুন