Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


করোনায় মৃত্যুহীন দিন পার করল দেশ

Main Image

করোনা সংক্রমণ শুরুর পর থেকে এই প্রথম মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ


করোনা সংক্রমণ শুরুর পর থেকে এই প্রথম মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও করোনা সংক্রমিত কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭৮ জন। আগের দিন করোনায় ৭ জনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ২৫৩ জন। তবে প্রথম কারও মৃত্যু হয়নি সর্বশেষ ২৪ ঘণ্টায়।

দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত গত বছরের ৮ মার্চ হলেও ভাইরাসে দেশে প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

সর্বশেষ গত বছরের ৩ এপ্রিল করোনায় কারও মৃত্যু হয়নি। পরদিন মৃত্যু হয় দুইজনের। এরপর থেকে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চলতি বছরের মাঝামাঝিতে। দেশে করোনার ডেলটা ধরনের দাপটের মধ্যে করোনায় এক দিনে মৃত্যু আড়াইশ ছাড়ায়।

দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনের। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৪৬ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯০ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ১৮ শতাংশ।

আরও পড়ুন