Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউ’র সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা ৩ ডিসেম্বর

Main Image

বুধবার বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদের নিয়োগ পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

বুধবার বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএসএমএমইউ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) এর মাধ্যমে যে সকল প্রার্থী সিনিয়র স্টাফ নার্স পদে অনলাইনে আবেদন করেছেন, তাদের নিয়োগ পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে আগামী ৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

অফিস আদেশে বলা হয়, আবেদনকারী প্রার্থীদেরকে সংরক্ষিত নিজ নিজ ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া হলো।

এতে আরও বলা হয়, পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রসমূহের কক্ষভিত্তিক আসন বিন্যাস (সিট প্ল্যান) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) আগামী ৩০ নভেম্বর সকাল ১০টার মধ্যে প্রকাশ করা হবে। এ ছাড়া পরীক্ষার দিনেও প্রতিটি কেন্দ্রে সিট প্ল্যান প্রদর্শন করা হবে।

আরও পড়ুন