Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


দেশে ডার্মাটোলজি ইন্সটিটিউট তৈরির ঘোষণা

Main Image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


চর্মরোগের চিকিৎসায় বিশেষায়িত ডার্মাটোলোজি ইন্সটিটিউট করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হয়েছে। ডার্মাটোলজির ইন্সটিটিউটও হবে।

এ সময় তিনি তার আমলেই এ ইন্সটিটিউটের অনুমোদন করে দেওয়ার কথা জানান।

মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ অ্যাকডেমি অফ ডার্মাটোলজির আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন নকল কসমেটিকের কারণে চর্মরোগ হয়, সেটির সবার ব্যপারে সতর্ক থাকতে হবে।

করোনা নিয়ন্ত্রণে না থাকলে কল-কারখানা বন্ধ রাখতে হত উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ২১ কোটি টিকা কেনা হয়েছে। ১১ কোটি পাওয়া গেছে, ৮ কোটি ৫০ লাখ দেয়া হয়েছে। প্রতিদিন ১৫ লাখ মানুষকে টিকা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে প্রায় প্রতি বছর ক্যান্সারে ১ লাখ ৫০ হাজার মানুষ মারা যায়। এজন্য প্রতিটি জেলায় ১০টি আইসিইউ ও ডায়ালাইলিস সেন্টার করা হবে।

প্রথম সেমনে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ডার্মাটোলজিস্ট অর্চনা সিংহাল। এ মসয় প্যনেল অভ এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, অধ্যাপক ডা. জিনাত মেরাজ, অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার।

দ্বিতীয় সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন, ভারতের ডার্মাটোলজিস্ট নেতি খুংগার। অনুষ্ঠানে সারাদেশ থেকে ডার্মাটোলজিস্টরা যোগ দেন।

আরও পড়ুন