Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ঢাকা মেডিকেল কলেজে যোগ দিলেন ডা. মো ফজলে এলাহী

Main Image

ডা. মো ফজলে এলাহী


ঢাকা মেডিকেল নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক পদে আবাও যোগ দিয়েছেন ডা. মো ফজলে এলাহী।
শনিবার ঢাকা মেডিকেল কলেজ অধ্যক্ষের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞতিতে এ বিষয়ে জানানো হয়।

ডা. মো ফজলে এলাহী ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ১২ বছর ৮ মাস (এমএস রেসিডেন্ট ও রেজিস্ট্রার হিসেবে) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও বিগত ৮ বছর ন্যাশনাল ইনস্টিউট অফ নিউরোসায়েন্স এন্ড হাসপাতালে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেন।

ঢাকা মেডিকেলে যোগদানের প্রতিক্রিয়ায় ডা. মো ফজলে এলাহী বলেন, আগামী দিনগুলোতে ঢাকা মেডিকেল কলেজে নিউরোসার্জন হিসেবে এবং আন্ডার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট কোর্সের শিক্ষক রূপে আরো দায়িত্বশীল বিকশিত ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

তিনি সবার দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন