Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


মাইন্ড এইড হাসপাতাল পরিচালকের মৃত্যু

Main Image

গত বছরের ১০ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন নিয়াজ


রাজধানীর আদাবরে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যা মামলার আসামি মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ মারা গেছেন।

শুক্রবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা নিয়াজ মোর্শেদকে হাসপাতালে আনেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, হত্যা মামলায় নিয়াজ মোর্শেদ কারাগারে ছিলেন। তিনি প্যারালাইসিস রোগী ছিলেন।

গত বছরের ৯ নভেম্বর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম শিপনকে চিকিৎসা করাতে আনেন স্বজনরা। পরে সিসিটিভির ফুটেজে একটি কক্ষে তাকে নির্যাতনের চিত্র পাওয়া যায়।

এ ঘটনায় শিপনের বাবা ১৫ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় ৯ নম্বর আসামি ছিলেন নিয়াজ মোর্শেদ। গত বছরের ১০ নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি বন্দি ছিলেন।

আরও পড়ুন